<p>একজনের খোঁজ পান তিনি। এডওয়ার্ড ডাডজিওন, লোকটা ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে কাজ করতেন। তিনি দাবি করেন, এলড্রিজ বিষয়ে অনেক কিছু জানেন। তিনি জানান, এলড্রিজে একটা প্রতিরক্ষা প্রযুক্তি ব্যভবহার করা হয়। সেই প্রযুক্তির সাহায্যে মোটেও জাহাজকে অদৃশ্য করা সম্ভব নয়। বরং তাতে একটা বিশেষ ব্যবস্থা ছিল, যার ফলে শত্রুর সাবমেরিনকে ধোকা দিতে পারত। কিন্তু রাডার বা মানুষের চোখে অদৃশ্য হওয়ার ক্ষমতা সেই জাহাজের ছিল না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফিলাডেলফিয়া রহস্য : পর্ব ১৭" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/30/1727688464-52aa34b8e4bb4f5ddd6856b94bc0184a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফিলাডেলফিয়া রহস্য : পর্ব ১৭</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/30/1430471" target="_blank"> </a></div> </div> <p>টেলিপোর্টেশনের ব্যাপারটাও নিছক গুজব বলে জানান ডাডজিওন। তিনি মনে করেন, ইউএস নেভির কিছু জাহাজ গোপন শর্টকাট পথ বা খাল ব্যবহার করে যাতায়াত করত। তাতে ছয়দিনের পথ মাত্র দুদিনে পাড়ি দিতে পারত। এলড্রিজও হয়তো ওইদিন ওই গোপন পথ পাড়ি দিয়েছিল, যেটাকে আলেন্ড মনে করেছিলেন টেলিপোর্টেশন।</p> <p>পৃথিবীতে দুজন মানুষ আসলে ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট নিয়ে মাতামাতি শুরু করেছিলেন। মরিস জেসাপ আর কার্লোস আলেন্ড। জেসাপ আবার প্রভাবিত হয়েছিলেন আলেন্ডের দ্বারাই। আলেন্ড দাবি করেছিলেন, তিনি প্রত্যক্ষদর্শী।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে আগামীকাল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/01/1727762717-916bf03e9bd31a192490a80d1878c36d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে আগামীকাল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/01/1430716" target="_blank"> </a></div> </div> <p>হ্যাঁ আরেকজনের কথা আমরা শুরুতেই বলেছি, এক ভবঘুরে, কলরাডোর স্প্রিং শহরের ওয়ার মেমোরিয়াল পার্কে জেমস ডেভিস আর অ্যালেন হিউজ নামে দুই এয়ারম্যানক যিনি বলেছিলেন, ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টের কথা।</p> <p>অনেকেই মনে করে, এই ভবঘুরে আসলে কার্লোস অ্যালেন্ড। এ নিয়েও সন্দেহ আছে। কারণ, এই গল্প শোনা যায়, দ্য ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট বইয়ের সহলেখক ওইলিয়াম মুরের কাছ থেকে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টিয়া পাখি কি ভবিষ্যৎ বলতে পারে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/30/1727682425-cbdd90a8d692185d264de09111743693.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টিয়া পাখি কি ভবিষ্যৎ বলতে পারে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/30/1430452" target="_blank"> </a></div> </div> <p>প্রথমেই আসি অ্যালেন্ডের কথায়। লোকটা ভবঘুরে, কিন্তু দেশ-বিদেশ ঘুরেছে, নিজের লেখার ক্ষমতাও নেই, কিন্তু খ্যাতির বাসনা কার না থাকে।</p> <p>মরিস জেসাপ যখন দ্য কেস ফর দ্য ইউএফও বইটা লিখলেন, তখন অ্যালেন্ড একটা মওকা পেয়ে গেলেন। তখন মরিস জেসাপকে দিয়েই তার মনের বাসনা পূরণ করার ফন্দি আঁটলেন। তার সে ফন্দি যে বিফলে যাইনি, তার প্রমাণ, ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট নিয়ে কিছু লিখতে গেলেই জেসাপের পাশাপাশি তার নামও সবেচেয়ে বেশি উচ্চারিত হয়।<br /> এরপর আসে ওইলিয়াম মুর আর চার্লস বেলরিজের নাম। এ দুজনই মূলত জেসাপের মৃত্যুর পর ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টের গুজবটা সামনে এগিয়ে নেন। বিশেষ করে মুর।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চাঁদ কেন আমাদের সঙ্গে চলে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/28/1727521509-5e13a2f4d8b06de66e213d5ac2de65a7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চাঁদ কেন আমাদের সঙ্গে চলে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/28/1429777" target="_blank"> </a></div> </div> <p>মরিস জেসাপ যে ভুলগুলো করেছিলেন, সে ভুল তিনি করেননি, রিতিমতো তদন্ত করেছেন, আলেন্ডকে খুঁজে বের করেছেন। তারপর ডেভিস আর হিউজকে খুঁজে বের করেছেন, তাদের বিবৃতি নিয়েছেন, তারপর লিখেছেন বই। </p> <p>আগামী পর্বে সমাপ্য...</p> <p>সূত্র: অল অ্যাবাউট হিস্ট্রি</p>