<p style="text-align:justify">ক্ষমতার অপব্যবহার করলে মানুষের কাঠগড়ায় দাঁড়াতেই হবে বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউস ও জাতিসংঘ প্রতিনিধি, খ্যাতিমান সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। </p> <p style="text-align:justify">রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় নিজের জন্মশহর সিলেটের শত বছরের ঐতিহ্যের স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। </p> <p style="text-align:justify">মুশফিকুল ফজল আনসারি বলেন, ‘যারা ক্ষমতায় যাবেন এবং আছেন তাদের মানুষের পালস বুঝা উচিত। ক্ষমতার অপব্যবহার, লুট, দুর্বৃত্ত যে করপোরেট হাউস আছে, সেগুলোকে কাছাকাছি রাখলে, এদেরকে দুর্বৃত্তায়নের সুযোগ করে দিলে আজ হোক বা কাল হোক মানুষের কাঠগড়ায় দাঁড়াতেই হবে এবং নিয়তি আপনাকে স্পর্শ করবেই।’ </p> <p style="text-align:justify">ভারতের সঙ্গে কেমন কূটনৈতিক সম্পর্ক হওয়া উচিত এমন প্রশ্নে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি বলেন, ‘ভারত কেন, যেকোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক হতে হবে সমতা এবং সমমর্যাদার ভিত্তিতে। আমার মর্যাদায় আঘাত করে, আমার দেশের নাগরিকের পেছনে যদি আপনি গোয়েন্দা সংস্থার লোক লাগিয়ে দিয়ে মনে করেন হবে, সেটি হবে না। সুতরাং বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে। মিউচুয়াল রেসপেক্ট আমরা উভয় উভয়কে সম্মান করব। তার ভিত্তিতে সম্পর্ক হতে হবে।’</p> <p style="text-align:justify">ভারতকে বাংলাদেশের কোনো নাগরিক শত্রুভাবে না মন্তব্য করে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে শত্রুতার কোনো ইচ্ছা বাংলাদেশের কোনো নাগরিকের নাই। কিন্তু আমার ইজ্জত ও রুটি-রুজিতে যদি আঘাত আসে-মানুষ মেনে নেবে কি করে?’</p> <p style="text-align:justify">এসময় তিনি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সমালোচনা করে বলেন, ‘ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হতেই পারে। কিন্তু যাকে সারা দুনিয়ার মানবতাবাদী রাষ্ট্রগুলো প্রত্যাখ্যান করেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রকাশ্যে বলেছেন-শেখ হাসিনাকে তারা আর জায়গা দেবেন না। আপনি (ভারত) আমার এই হত্যাকারী-খুনিকে রাজার হালে রাখবেন আর আশা করবেন সম্পর্ক ভালো হতে হবে-সেটা হবে না।’</p> <p style="text-align:justify">শেখ হাসিনাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার তাগাদ দিয়ে তিনি বলেন, ‘তাকে ফিরিয়ে এনে একটি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ ক্ষমতার অপব্যবহার করতে সাহস না পায়।’</p> <p style="text-align:justify">ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধিন অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই এটা কেবল সম্ভব উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করি, যিনি সমগ্র দুনিয়ায় সমাদৃত, সম্মানিত এবং তিনি সরকার প্রধানের দায়িত্ব নেওয়ায় আমরা সম্মানিতবোধ করছি। আগে আমরা যখন কথা বলতাম তখন মানুষ মনে করত-অহ্ বাংলাদেশ, স্টুপিড প্রাইমিনিস্টার সেখানে। আর এখন বলে-অউ প্রফেসর ইউনূস-তোমাদের সরকার প্রধান! তারা জানত না, জেনে তারা আমাদের এখন ভিন্ন চোখে দেখে। এটা আমাদের গৌরব। নিশ্চয়ই প্রফেসর ইউনুস তার নামের প্রতি সুবিচার করবেন। এই সমস্ত খুনি, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসবেন।’</p> <p style="text-align:justify">সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য দেন, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ।</p>