<p>কোটা বিরোধীদের এক দফা দাবির অসহযোগ আন্দোলনে শেরপুরে আন্দোলনকারী ৫ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। রবিবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p>নিহতরা হলেন- মাহবুবুল ইসলাম (২৪), সবুজ মিয়া (১৯), সজিব মিয়া (২১), মিম আক্তার (২২) ও তুষার মিয়া (২৪)।</p> <p>বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হুমায়ূন আহমেদ নূর। এ ঘটনায শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। পরে আন্দোলনকারীরা নিহতদের লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে। এদিকে সন্ধ্যার শহরের আলীশান হোটেলে অগ্নিসংযোগ ও ট্রাফিক বক্স ভাঙচুরসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে।</p> <p>জানা যায়, রবিবার বেলা ৩টার দিকে শেরপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহরে বিক্ষোভ মিছিল করে। এ নিয়ে আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। অপরদিকে শহরের কলেজ মোড় এলাকায় প্রায় ৪ হাজার শিক্ষার্থী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে। বিকালে ছাত্রলীগের একটি মিছিল ধাওয়া করলে আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।</p> <p>পরে বিক্ষোভকারীরা পুলিশ সুপারের বাসভবন ও সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানুর বাসায় ইটপাটকেল ছুড়ে। এ সময় কলেজ মোড় এলাকায় পুলিশের একটি সুপার সপ ভাঙচুর করে। রাত ৮টার দিকে শহরের নিউ মার্কেটের আলীশান হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শহরের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।</p>