<p>চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা উল্টে সাইফুল ইসলাম (৩০) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরো কয়েকজন।</p> <p>নিহত সাইফুল উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের নুর মার্কেট এলাকার নুরুল আলমের ছেলে। পরিবারে তার আরো এক ভাই ও দুই বোন রয়েছে। তিনি এক্সিম ব্যাংক নাজিরহাট শাখায় কর্মরত ছিলেন।</p> <p>প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাজিরহাট থেকে সিএনজিচালিত অটোরিকশা করে হাটহাজারী বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন সাইফুল। মুন্সি মসজিদ এলাকা অতিক্রম করার সময় অটোরিকশাটি উল্টে যায়। অটোরিকশাতে মোট পাঁচজন যাত্রী ছিল। সাইফুল চালকের পাশে বসা ছিলেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন</p> <p>হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎক রিফায়েত আরা পপি জানান, দুর্ঘটনায় আহত চার-পাঁচজনকে নিয়ে আসে এলাকাবাসী। তাদের মধ্যে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।</p> <p>হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তার আগেই স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’</p> <p>এর আগে গত ৭ নভেম্বর একই সড়কে ইজতেমা মাঠের সামনে বেপরোয়া গতির বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। সেই দুর্ঘটনায় একই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছিল।</p>