<p>৩ দফা দাবিতে রবিবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।</p> <p>শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।</p> <p>দাবিগুলো হলো অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের ওপর বিদেশের মাটিতে হামলা ও হেনস্তাকারী বিদেশে পলাতক ফ্যাসিবাদী আওয়ামী দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা; বিগত ১৫ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসা; বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত সব মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘তারেক জিয়ার মেরুদণ্ড ভেঙে দিয়েছে মইন-ফখরুদ্দীন’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/09/1731164806-d0459caeec04c79a52964a5937a26c29.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘তারেক জিয়ার মেরুদণ্ড ভেঙে দিয়েছে মইন-ফখরুদ্দীন’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/09/1444686" target="_blank"> </a></div> </div> <p>বিজ্ঞপ্তিতে বলা হয় দাবিসমূহ আদায়ের লক্ষ্যে রবিবার দুপুর ১ টায় প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচির মাধ্যমে শেষ হবে।</p>