<p style="text-align:justify">দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃবৃন্দ। তারা বলেছেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হলেও বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজদের পতন হয়নি। সারা দেশে সিন্ডিকেট বহাল আছে। চাঁদাবাজির ‘দল’, ‘বস’, বদল হয়েছে, হাত বদল হয়েছে, চাঁদাবাজি অব্যাহত আছে। ব্যবস্থা বদল ছাড়া এ অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে না।</p> <p style="text-align:justify">আজ রবিবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ সব কথা বলেন তারা। </p> <p style="text-align:justify">সিপিবির পল্টন থানা শাখার সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন পার্টির ঢাকা দক্ষিণ জেলা কমিটির সদস্য শংকর আচার্য, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, পল্টন থানা কমিটির সভাপতি কার্তিক চক্রবর্তী, শ্রমিকনেতা হযরত আলী, সূত্রাপুর থানা কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বি খান, সিপিবি নেতা আনোয়ার হোসেন প্রমুখ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কপ-২৯ সম্মেলনের আগে জলবায়ু অর্থায়নের আহ্বান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/20/1729426208-0c8619aec728d72a17d3acf038ff8ed2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কপ-২৯ সম্মেলনের আগে জলবায়ু অর্থায়নের আহ্বান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/20/1437184" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নানা কারণে আয় কমে যাওয়া সাধারণ মানুষের জীবন আর চলছে না। এরপর নিত্যপণ্যের দামে লাগামহীন উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। কম খেয়ে বেঁচে থাকা সাধারণ মানুষ বাজারে যাওয়ার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। অথচ কখনো কখনো দুই একটি পণ্য সরবরাহের কৃত্রিম সংকট সৃষ্টি হলেও বাজারে পণ্যের অভাব নেই। </p> <p style="text-align:justify">নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারকে ব্যবসায়ী সিন্ডিকেট, অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ব্যবসায়ীদের কাছে বাজার ছেড়ে না দেওয়ার আহ্বান জানান।</p>