<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্বে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। আরো ছোট হচ্ছে একক পরিবারের আকার। জাতিসংঘ একে বলছে অপরিবর্তনীয় বিশ্বপ্রবণতা। গত বছর প্রকাশিত এক রিপোর্টে জাতিসংঘ জানায়, বিশ্বে ২০৫০ সালে ৬৫ বছরের বেশি বয়স্ক মানুষের সংখ্যা দাঁড়াবে ১৬০ কোটি। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ জাপান। একদিকে দেশটিতে বয়স্ক মানুষ বাড়বে, অন্যদিকে কমবে সন্তান জন্মদানের হার।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত জুনের প্রথম দিকে জাপানের হেলথ ও ওয়েলফেয়ার মিনিস্ট্রি জানায়, টানা অষ্টম বছরের মতো তাদের দেশে জন্মহার কমেছে। ২০২৩ সালে তাদের দেশে জন্ম নিয়েছে সাত লাখ ২৭ হাজার ২৭৭টি শিশু। ১৮৯৯ সালের পর থেকে যা সর্বনিম্ন। জন্মের হার কমলেও দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কয়েক মাস আগের হিসাবে জাপান জানিয়েছে, প্রতি ১০ জনের মধ্যে একজনের বয়স ৮০ বা এর বেশি। এর ফলে জাপান বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের দেশে পরিণত হয়েছে। গত বছর দেশটির ৩০ শতাংশ মানুষের বয়স ছিল ৬৫ বা এর ঊর্ধ্বে। বয়স্কদের দেশ হওয়ার প্রভাব তাদের অর্থনীতিতেও পড়েছে। চাহিদা বেড়েছে প্রাপ্তবয়স্কদের ডায়াপারের। অন্যদিকে চাহিদা কমছে শিশুদের ডায়াপারের।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লন্ডনভিত্তিক ইউরোমনিটর ইন্টারন্যাশনালের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে প্রাপ্তবয়স্কদের ডায়াপারের বাজার ছিল এক হাজার ২৮০ কোটি ডলারের। ২০২৬ সাল নাগাদ এই বাজারের আকার হবে এক হাজার ৫৫০ কোটি ডলার। ২০২৩ সালে জাপানে প্রাপ্তবয়স্কদের ডায়াপারের বাজার ছিল ১৭০ কোটি ডলারের। ২০২৬ সালে তা বেড়ে দাঁড়াবে ১৯০ কোটি ডলারে। অর্থাৎ বিশ্ববাজারের ১২ শতাংশ থাকবে জাপানের দখলে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত মার্চে জাপানি কম্পানি ওজি হোল্ডিংস শিশুদের ডায়াপার উৎপাদন বন্ধ করে শুধু প্রাপ্তবয়স্কদের ডায়াপার তৈরির ঘোষণা দেয়। এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণ হলো গত বছর শিশুদের চেয়ে প্রাপ্তবয়স্কদের ডায়াপারের বিক্রির হার ছিল ৭.৩ শতাংশ বেশি। তবে এ সিদ্ধান্ত শুধু নিজ দেশের জন্য। বিদেশের মাটিতে ঠিকই তার শিশুদের ডায়াপার বিক্রি করা চালিয়ে যাবে। চীন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সমন্বিতভাবে তাদের ব্যবসা বেড়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুধু ডায়াপার নয়, বয়স্ক মানুষের অন্যান্য চাহিদার কথা মাথায় রেখেও পণ্যে যুক্ত করা হচ্ছে নতুন নতুন সেবা। বয়স্কদের চাহিদা বুঝে পণ্য আনতে ১৯৯০ সাল থেকেই গবেষণা চালিয়ে যাচ্ছে ইলেকট্রনিকস জায়ান্ট প্যানাসনিক।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া কিচেন অ্যাপ্লায়েন্স উৎপাদনকারী কম্পানি জোজিরুশি এমন এক </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টি-পট</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তৈরি করেছে, যা আত্মীয়দের কাছে ই-মেইল পাঠাতে পারে। এতে বয়স্ক স্বজনের যে চা বানানোর মতো শারীরিক সামর্থ্য আছে, সে ব্যাপারে নিশ্চিত হতে পারেন পরিবারের অন্য সদস্যরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাপানই একমাত্র দেশ নয়, যেখানে জন্মহার কমছে। দক্ষিণ কোরিয়া, চীন ও তাইওয়ানও আছে এ তালিকায়। বিশ্বে এখন সবচেয়ে কম জন্মহার দক্ষিণ কোরিয়ায়। ২০২৩ সালে নারীপ্রতি শিশু জন্মের হার ০.৭২ শতাংশ। জন্মহার বাড়ানোর উদ্যোগ হিসেবে নতুন একটি মন্ত্রণালয়ও খুলেছে দেশটি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতিসংঘের দেওয়া পূর্বাভাস অনুসারে, ২০৫০ সাল নাগাদ এশিয়ার ১০টি দেশ ৬৫ বছর বা এর চেয়ে বেশি বয়সীদের সংখ্যার দিক দিয়ে শীর্ষে থাকবে। সূত্র : সিএনএন</span></span></span></span></p>