<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : সিঙ্গেল লিগ পদ্ধতিতে হওয়া এবারের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপার সুবাস পাচ্ছে সিলেট বিভাগ। ৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষ থাকা দলটির ষষ্ঠ রাউন্ডে আজ বরিশালের বিপক্ষে জয়ের জন্য প্রয়োজন ১০৪ রান। এই ম্যাচটি জিতে গেলে এক রাউন্ড হাতে রেখেই শিরোপা উল্লাস করতে পারে সিলেট। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২৫ পয়েন্টে থাকা ঢাকা বিভাগ এই রাউন্ডে বড় ব্যবধানে হারায় কাজ অনেকটা সহজ হয়ে গেছে সিলেটের। শিরোপার দৌড়ে থাকা আরেকটি দল রংপুর এই রাউন্ডের তৃতীয় দিন শেষে শিরোপা থেকে একপ্রকার ছিটকে পড়বে। খুব বেশি নাটকীয় পরিস্থিতি না হলে ঢাকা মহানগরের বিপক্ষে তাদের এই রাউন্ডের ম্যাচটি ড্রয়ে শেষ হতে যাচ্ছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৪২ রানে থামে স্বাগতিকদের প্রথম ইনিংস। পরে খালেদ আহমেদের ৪ উইকেট ও তোফায়েল আহমেদের ৩ উইকেটের তোড়ে মাত্র ১৪২ রানে গুটিয়ে যায় বরিশাল। এতে ১০৪ রানে লক্ষ্য দাঁড়ায় সিলেটের সামনে। আজ শেষ দিনে সহজ জয়ের জন্য নামবে দলটি। এই শহরের আরেক মাঠে এনামুল হকের ৭৫ রান ও শেখ পারভেজের ৫২ রানের সৌজন্যে চট্টগ্রামকে ২০৪ রানের লক্ষ্য ছুড়ে দেয় খুলনা বিভাগ। এরপর খুলনার বোলারদের তোপের মুখে বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। আল আমিন হোসেন ৪ উইকেট নেন। ২ উইকেট নেন মাসুম খান। তৃতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান তোলা চট্টগ্রামের জয়ের জন্য এখনো ৮৬ রান করতে হবে। খুলনার প্রয়োজন ৩ উইকেট।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেটের সঙ্গে শিরোপার দৌড়ে থাকা রংপুরকে এই রাউন্ডে জিততেই হতো। কিন্তু কক্সবাজারে ঢাকা মহানগরের বিপক্ষে এই রাউন্ডে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে দলটি। প্রতিপক্ষের ৪৭৫ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৯ উইকেট হারিয়ে ২৫৩ রান করে রংপুর। নাঈম ইসলাম ইনিংস সর্বোচ্চ ৮৮ রান করেন। মহানগরের হয়ে মেহেদী হাসান ও আনিসুল ইসলাম ৩টি করে উইকেট নেন।</span></span></span></span></p>