<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : দলবদলের শেষ রাতে এমন উত্তেজনা কমই তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে। চট্টগ্রাম আবাহনীর সংগঠক, পৃষ্ঠপোষকরা যেখানে হাত গুটিয়ে নিয়েছিলেন, সেখানে হঠাৎ করে মাত্রই ফুটবল ছাড়া জাহিদ হাসান এমিলি এবং ক্যারিয়ারের শেষ বেলায় পৌঁছে যাওয়া মামুনুল ইসলাম সেই দায়িত্ব তুলে নেন নিজেদের কাঁধে। রাত ১২টা বাজার কয়েক মুহূর্ত আগে চট্টগ্রাম আবাহনীর ফুটবলারদের ফর্ম নিয়ে তাঁরা পৌঁছেন বাফুফেতে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুটি ক্লাব তারও আগে নাম প্রত্যাহার করে নেওয়ায় সেই ফুটবলাররা ভীষণ বিপদে পড়ে গিয়েছিলেন। চট্টগ্রাম আবাহনীতে শেষ পর্যন্ত নাম না উঠলে ক্লাবহীনই হয়তো কাটাতে হতো তাঁদের এবারের মৌসুম। তবে সেদিনের তাৎক্ষণিক আবেগ যে কাঁধে এত বড় বোঝা হয়ে উঠবে, হয়তো বুঝতে পারেননি এমিলি-মামুনুলরা। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বলতে গেলে আমরা শূন্য পকেটেই দায়িত্বটি নিয়েছিলাম। মনে হয়েছিল, আমরা যেভাবে এগিয়ে এসেছি, সেভাবে আরো মানুষকে পাশে পাব। খরচ চালিয়ে নেওয়ার একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু সত্যি বলতে এখনো আমরা কোনো টাকা-পয়সা জোগাড় করতে পারিনি। নানা জায়গায় ধরনা দিচ্ছি। বেশির ভাগ জায়গায়ই হতাশ হতে হয়েছে। দু-এক জায়গা থেকে আশ্বাস পেয়েছি, সেই চেষ্টাই এখনো চালিয়ে যাচ্ছি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, বলেছেন এমিলি। ১১ অক্টোবর ফুটবল মৌসুম শুরু হতে চললেও এখনো তাই ক্যাম্পে উঠতে পারেননি চট্টগ্রাম আবাহনীর কোনো ফুটবলার। এমিলি বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফুটবলাররা আমাদের কাছে বিশেষ কিছু চায়নি। তবু তো কিছু একটা দিতে হবে। মাসিক ৩০ থেকে ৪০ হাজার টাকা হাতখরচ দিতে চেয়েছি। তারপর ক্যাম্প করার খরচ, অনুশীলনের খরচ, সেসব তো আছেই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেষ ভরসা হিসেবে দুজনের দিকে এখন তাকিয়ে এমিলি, মামুনুলরা। তরফদার রুহুল আমিন চট্টগ্রাম আবাহনীর পৃষ্ঠপোষকতা থেকে সরে গেলেও নাটকীয়ভাবে আবার সেই ক্লাবেরই কাউন্সিলর হয়েছেন বাফুফে নির্বাচনে। এমিলি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সেই তরফদারেরই সহযোগিতা চেয়েছেন তাঁরা। এমিলি জানিয়েছেন, আরো একজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি তামিম ইকবাল, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারত থেকে এসে সে এটা নিয়ে কথা বলবে বলে জানিয়েছে। এর মধ্যে আমিন ভাইয়ের সহযোগিতা পেলে আমরা দু-এক দিনের মধ্যেই অনুশীলন শুরু করে দিতে পারব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>