<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রৌমারীতে ৩০ বছরের চলাচলের রাস্তায় ঘর নির্মাণ করায় বিপাকে পড়েছে অর্ধশতাধিক পরিবার। সেই রাস্তা পুনরায় চালু করে দেওয়ার জন্য ভুক্তভোগীরা গতকাল রবিবার দুপুরে মানববন্ধন করেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি পেশ করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রৌমারী মহিলা ডিগ্রি কলেজ পাড়া গ্রামের অর্ধশতাধিক পরিবার দীর্ঘ ৩০ বছর ধরে যে রাস্তা দিয়ে যাতায়াত করত, তা বন্ধ করে দেওয়ায় বিপত্তির সৃষ্টি হয়েছে। কলেজের বাউন্ডারি ওয়াল তৈরির সময় ভুক্তভোগীরা বাধা দিলে তিন-চার ফুট রাস্তা ছেড়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে কলেজ কর্তৃপক্ষ। পরে ওই কলেজেরই লেকচারার হাবিল উদ্দিন কলেজের ছেড়ে দেওয়া ওই রাস্তায় ঘর নির্মাণ করেন। এতে রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কলেজ কর্তৃপক্ষ ও গ্রামবাসীর লিখিত আবেদন পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>