<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এবার মাঠে নয়, ধান চাষ হচ্ছে সরকারি হাসপাতালেই। তা-ও আবার ভবনের ছাদে। ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল ব্যবহার করে জৈব পদ্ধতিতে ফলানো হচ্ছে ধান। এমন ঘটনা তাক লাগিয়ে দিয়েছে উদ্যোক্তারা। বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালসংলগ্ন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস (ইনমাস) ক্যাম্পাসের তৃতীয় তলার ছাদে এক চিকিৎসকের উদ্যোগে এই ধান চাষ করা হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাদে ধান চাষের খবরে অনেকে ছুটে যাচ্ছেন ছাদবাগানে। আর এই সাফল্যে বেজায় খুশি উদ্যোক্তারাও। এই পদ্ধতি আগামী দিনে কৃষিক্ষেত্রে দিশা দেখাবে এবং বেকারত্বের সমস্যা মেটাবে বলেই মনে করছেন উদ্যোক্তারা। তাঁরা জানিয়েছেন, এত বড় পরিসরে ধান চাষ বিশেষ করে উত্কৃষ্টমানের কালিজিরা জাতের ধানের চাষ বরিশাল তথা গোটা বাংলাদেশেই আরেকটি নেই। সেই সঙ্গে খরচ ও পরিশ্রমও তেমন একটা হয়নি এভাবে ধান চাষে। শুধু মেধাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধান ফলানোর জন্য কোনো রকম কৃত্রিম সার ব্যবহার করেননি আনোয়ার হোসেন। বরং ফেলে দেওয়া শাক-সবজি, ফলের খোসা দিয়ে তৈরি পরিবেশবান্ধব জৈব সার প্রয়োগ করেছেন। এই পদ্ধতিতে চাষ করে বাড়ির ছাদে প্রায় এক হাজার ধানের বীজ ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আনোয়ার হোসেন আরো বলেন, ছাদজুড়ে কয়েক শ বোতলের গাছ যখন বড় হয়ে তাতে ধান হয়েছে, সবাই তো মহাখুশি। ছাদে ধান চাষের বিষয়টি এখন কোনো অংশে খারাপ লাগছে না, ফুল-ফলের থেকেও বাগানটি দেখতে ভালো লাগছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি চেষ্টা করেছি নতুন কিছু করার। পরীক্ষামূলক উদ্যোগেই এখন সফল, তাই খুবই ভালো লাগছে। তেমন খরচ ও পরিশ্রমও হয়নি। পোকা-মাকড়ের বালাইও তেমন একটা নেই। আর তেলের বোতলে ধান চাষ করার কারণ মাটির সঙ্গে পানিও ধরে রাখা সম্ভব হয়েছে। সেই সঙ্গে ছাদেরও কোনো ক্ষতি হচ্ছে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইনমাস বরিশালের পরিচালক ডা. নাফিসা জাহান জানান, এত বড় পরিসরে ধান চাষের কথা দেশের অন্য কোথাও শুনিনি। দু-একটা শখ করে লাগাতে পারে, তবে এতগুলো চাড়া বা এত বড় বাগান করার সাহস কেউই করেনি।</span></span></span></span></span></p>