<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝিনাইদহের গ্রামগুলোতে বিকাশ-নগদে টাকা পরিশোধের পর মাদক বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মাদকের বড় চালানের দিকে নজর দিলেও এসব খুচরা বিষয়ে নজর দিচ্ছে না। ফলে মাদকসেবীরা নির্বিঘ্নে মাদক পাচ্ছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগ রয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের ছত্রচ্ছায়ায় এই মাদক ব্যবসা চলে আসছে। তারা নিয়মিত মাসোহারা পাচ্ছেন। নতুন এই কৌশলে মাদক ব্যবসায়ীরা আরো সক্রিয় হয়ে উঠছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, শৈলকুপার শেখপাড়া বাজার এলাকার প্রভাবশালী মাদক ব্যবসায়ী বকুল জোয়ার্দার খুচরা বিক্রেতাদের মাধ্যমে উপজেলার ফুলহরি, মির্জাপুর, কাঁচেরকোল, দিগনগর, ত্রিবেণী ও ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় নতুন কৌশলে এই ব্যবসা পরিচালনা করছে। সদরের মধুপুর এলাকার মাদক ব্যবসায়ী দীপ্ত মণ্ডল খুচরা বিক্রেতার মাধ্যমে শহরের আদর্শপাড়া, পাগলাকানাই, কাঞ্চননগর, গোয়ালপাড়া ও হাটগোপালপুর এলাকায় মাদক বিক্রি করছেন। এ ছাড়া শহরের আরাপপুর এলাকার মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম ও মিলন হোসেন জেলা শহরের বিভিন্ন এলাকায় নির্বিঘ্নে এই মাদকের কারবার চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে কালীগঞ্জের মাদক ব্যবসায়ী তানিয়া খাতুন খুচরা বিক্রেতাদের মাধমে পৌর শহরের বিভিন্ন এলাকা ছাড়াও উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর, আড়পাড়া, মল্লিকপুর ও কোলা এলাকায় ব্যবসা পরিচালনা করছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাদকের হোম ডেলিভারির বিষয়টি আমার জানা নেই। তবে মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>