<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘরে ঘরে নতুন ধান ওঠার আনন্দ উপভোগ করতে জয়পুরহাটের কালাই উপজেলায় অগ্রহায়ণ মাসের ২ তারিখে প্রতিবছর আয়োজন করা হয় মাছের মেলার। এবারও এর ব্যত্যয় ঘটেনি। ভোর ৪টা থেকে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয় উপজেলার পাঁচশিরা বাজারে। মেয়ে-জামাই, বিয়াই-বিয়াইনসহ স্বজনদের উপস্থিতিতে কৃষকের প্রতিটি বাড়িতে চলে উৎসবের আমেজ। পিঠা-পায়েসসহ নানা আয়োজনে কৃষকরা তাঁদের নবান্ন উৎসব পালন করেন স্বজনদের নিয়ে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার ভোর থেকেই মেলাজুড়ে ছিল ক্রেতা-বিক্রেতা আর কৌতূহলী মানুষের ঢল। মেলা নদী, দিঘি ও পুকুরের দেশি প্রজাতির টাটকা মাছে ছিল ভরপুর। এবারের মেলায় সর্বোচ্চ ২৯ কেজি ওজনের একটি কাতল মাছ বিক্রি হয়েছে ৩২ হাজার টাকায় বিক্রি হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে নবান্ন উৎসব উপলক্ষে গতকাল বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলীতে বসেছে মাছের মেলা। এক দিনের এই মেলায় দেড় হাজার মণের বেশি মাছ কেনাবেচা হয়েছে। এক কেজি থেকে শুরু করে ১৫ কেজি ওজনের রুই, কাতল, বোয়াল, বিগহেড, কার্পসহ হরেক রকমের মাছ বিক্রি হয় মেলায়। তবে গত বছরের তুলনায় এবার মাছের দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। বিশাল আকৃতির রুই-কাতল, বোয়াল ও বিগহেড মাছগুলো ৭০০ থেকে এক হাজার ২০০ টাকা কেজিতে বিক্রি হলেও মাঝারি আকারের মাছ ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>