<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার আলোরকোলের তিন দিনের রাস উৎসব। গতকাল শনিবার ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পূর্ণিমার ভরা জোয়ারের নোনাজলে পাপ মোচন আর মনোবাসনা পূরণের আশায় স্নান করেন হিন্দু ধর্মাবলম্বীরা। স্নান শেষ করে যে যার গন্তব্যে রওনা করেন পুণ্যার্থীরা। বন বিভাগ জানায়, এ বছর প্রায় ১২ হাজার পুণ্যার্থী এবং দর্শনার্থীর সমাগম ঘটে আলোরকোলের রাস উৎসবে। ১৪ নভেম্বর থেকে শুরু হয় এই উৎসবের আনুষ্ঠানিকতা। তবে এ বছর বন বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নজরদারির কারণে শিকারি চক্রের অপতৎপরতা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, পূর্ণিমার ভরা জোয়ারে স্নান করেন পুণ্যার্থীরা।</span></span></span></span></span></p>