<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামের পাহাড়তলীতে প্রকাশ্যে গুলি ছুড়ে ডিমের আড়তের টাকা লুট, খুলশী থানার অটোরিকশা গ্যারেজে এক ব্যক্তিকে গুলিসহ নানা অপরাধের সঙ্গে যুক্ত সন্ত্রাসী মনসুর আহমদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা চালাতে ভাড়ায় খেটেছিল মনসুর। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও নগরের বাইরে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ১৬টি মামলা রয়েছে। গত মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপপুলিশ কমিশনার রইছ উদ্দিন। এর আগে গত সোমবার রাতে বরগুনা জেলার কাঠবুনিয়া এলাকা থেকে মনসুর আহমদকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, তার দেওয়া তথ্যমতে খুলশীর রেলওয়ের ক্যান্টিন এলাকার নালায় লুকানো একটি দেশি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জিজ্ঞাসাবাদে সে জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রাম মহানগর এলাকায় সে ভাড়ায় নিয়োজিত হয়ে ছাত্র-জনতার ওপর হামলা করেছিল।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>