<p>পার্বত্য জেলা বান্দরবানে পর্যটক ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে আংশিক প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। তিনি জানান, প্রথম ধাপে নীলগিরিসহ জেলা সদর, লামা, আলীকদম এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার পর্যটনকেন্দ্রগুলোকে পর্যটক ভ্রমণের জন্য খুলে দেওয়া হবে। নিরাপত্তা সমস্যা স্বাভাবিক হলে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলাকেও উন্মুক্ত করে দেওয়া হবে। এর আগে গত ৮ অক্টোবর থেকে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় পর্যটক ভ্রমণে বিধি-নিষেধ আরোপ করে জেলা প্রশাসন। পরে গত ১ নভেম্বর রাঙামাটি এবং ৫ নভেম্বর খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়।</p>