<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর সিটি করপোরেশনে অবৈধ অটোরিকশার দাপট বেড়েই চলছে। এর ফলে মহানগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ভোগান্তি আর দুর্ভোগে পড়ছে নগরবাসী। অন্যদিকে নেই ট্রাফিক ব্যবস্থা। প্রায় দুই মাস ধরে নগরীর কিছু পয়েন্টে ট্রাফিক পুলিশ দেখা গেলেও দায়িত্ব পালনে তাদের মধ্যে অনীহা ভাব লক্ষ করা গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর নগরীতে পাঁচ হাজার ৮০০ অটোরিকশার বৈধ কাগজপত্র দিয়েছে সিটি করপোরেশন। কিন্তু চলাচল করছে ৫০-৫৫ হাজার অটোরিকশা। অটোচালক ইমরান আলী, বাবুল মিয়া, শাহিন হোসেন জানান, রংপুর নগরীতে হাজার হাজার অটোরিকশা চলছে লাইসেন্সবিহীন। এর ফলে যাঁদের লাইসেন্স আছে তারা আবার বিভিন্ন বিড়ম্বনার শিকার হচ্ছেন। নগরীর পাবলিক লাইব্রেরি, সিটি বাজার সড়ক, কাচারী বাজার থেকে প্রেস ক্লাব পর্যন্ত সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে চরম ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। এ ছাড়া রংপুর মহানগরীর মডার্ন মোড়, পার্কের মোড়, কলেজ রোড, লালবাগ, শাপলা চত্বর, গ্র্যান্ড হোটেল মোড়, জাহাজ কম্পানি মোড়, সুপারমার্কেট ট্রাফিক মোড়, সিটি বাজার মোড়, কাচারী বাজার জিরো পয়েন্ট, মেডিক্যাল মোড়, সাতমাথা মোড়, মাহিগঞ্জ, কেন্দ্রীয় বাসটার্মিনাল রোডে প্রতিদিনই কোনো না কোনো সময় যানজট লেগেই থাকে। নগরীর প্রধান সড়কগুলোর দুধারের পুরোটাই অটোরিকশা আর হকারদের দখলে চলে গেছে। বেপরোয়া অটোরিকশার কারণে দুর্ঘটনা ঘটছে, যা সিটি করপোরেশনসহ আইন প্রয়োগকারী সংস্থা দেখেও না দেখার ভান করে যাচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর জেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার কবির সুমন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লাইসেন্সবিহীন অটোরিকশার নগরীতে পরিণত হয়েছে রংপুর। এখন মেয়র নেই। প্রায় দুই-আড়াই মাস থেকে পুলিশ নেই। ফলে ভোগান্তি আরো বেড়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিটি করপোরেশনের লাইসেন্স শাখার কর্মকর্তা হাসান গোর্কি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুরে অটোরিকশার লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে। বিগত সময়ের পাঁচ হাজার ৮০০ লাইসেন্সই বহাল রয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর সিটি করপোরেশনের প্রশাসন ও সিনিয়র সহকারী সচিব জয়শ্রী রানী রায় বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীর্ঘদিন ধরে চলছে এসব অবৈধ অটোরিকশা। এসব অটোরিকশার বিরুদ্ধে চলছে অভিযান। অতি দ্রুত রংপুর নগরী থেকে অপসারণ করা হবে অবৈধ অটোরিকশা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সায়ফুজ্জামান ফারুকী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মহানগরীতে অবৈধ অটোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>