<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রাকৃতিক দুর্যোগের মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডে এবার পাঁচ হাজার ৩০ হেক্টর জমিতে ১৮ হাজার ৫৬০ জন কৃষক নানান জাতের (ব্রিধান-৪৮ ও ব্রিধান ৯৮, উচ্চ ফলনশীল হাইব্রিড-৭) আউশ চাষ করেছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মৌসুমের শুরু থেকে বন্যা, ঘূর্ণিঝড়সহ নানান প্রাকৃতিক দুর্যোগে আশঙ্কা দেখা দিলেও শেষ পর্যন্ত কৃষক ও কৃষি কর্মকর্তাদের আন্তরিকতায় হেক্টরপ্রতি ৪.৫ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ধানক্ষেত ঘুরে দেখা যায়, সব আউশের জমি সোনালি ধানে ছেয়ে গেছে। অনেক জমি থেকে কাটা হচ্ছে ধান। কৃষকরা জানান, অনেক কৃষক এরই মধ্যে ধান কেটে বাড়িতে নিয়ে মাড়াইয়ের কাজও শেষ করেছেন। ফলে কৃষককুলে আনন্দ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাবীবুল্লাহ বলেন, রোপা আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। এ বছর পাঁচ ৩০ হেক্টর জমিতে ১৮ হাজার ৫৬০ জন কৃষক ব্রিধান-৪৮ ব্রিধান ৯৮ জাতের আউশ ধানের চাষ করেছেন। এ ছাড়া উচ্চ ফলনশীল হাইব্রিড-৭ জাতেরও ধান চাষ করা হয়েছে এবার। এতে করে হেক্টরপ্রতি ধান উৎপাদন হয়েছে ৪.৫ মেট্রিক টন। তবে মৌসুমে বন্যায় অনেক কৃষক ক্ষতিগ্রস্তও হয়েছেন। এতে কেউ ক্ষতিগ্রস্ত আবার কেউ লাভবান হওয়ায় গড়ে উৎপাদন গত বছরের থেকে কম হয়েছে। বন্যা না হলে ফসল আরো অনেক বেশি হতো।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>