<p>পিরোজপুরের নাজিরপুরে আয়রন ব্রিজের মাল চুরির অভিযোগে বেলায়েত হোসেন বুলু (৬০) নামের সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মাটিভাংগা ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। </p> <p>বুলু উপজেলার ১ নম্বর মাটিভাংগা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। </p> <p>সংশ্লিষ্ট সূত্র জানায়, আয়রন ব্রিজের মাল চুরির করে বিক্রি করেন বুলু। সরকারি মাল আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে ২০২২ সালে একটি মামলা করে উপজেলা পরিষদ। </p> <p>নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া জানান, বুলুর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।</p> <p>স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল গাফফার জানান, মামলার বিষয়টি উপজেলা পরিষদের।</p>