<p>শাহজাহান মাঝি নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।</p> <p>এ ছাড়া ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে করা মামলায় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।</p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট দুপুরে দোহার থানাধীন করম আলী মোড়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাহজাহান মাঝিসহ অনেকে আহত হন। পরে তিনি দোহার থানায় মামলা করেন। এ মামলায় গত ২ অক্টোবর সালমান এফ রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৩২ প্রত্যাখ্যান, চাকরিতে প্রবেশসীমা ৩৫ চায় সমন্বয় পরিষদ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/24/1729767967-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৩২ প্রত্যাখ্যান, চাকরিতে প্রবেশসীমা ৩৫ চায় সমন্বয় পরিষদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/24/1438698" target="_blank"> </a></div> </div> <p>রিমান্ড শেষে বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা দোহার থানার উপপরিদর্শক ওমর ফারুক তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। </p> <p>এদিকে পল্টন মডেল থানার মামলায় সাবেক মন্ত্রী ইমরান কারাগারে পাঠানো হয়েছে। আজ তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।</p> <p>এর আগে সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে ৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলটি করেন আফিয়া ওভারসিজের প্রপাইটর আলতাব খান। এ মামলায় গত ২০ অক্টোবর রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।</p>