<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে দুদিনব্যাপী মাছ ধরা উৎসব শেষ হয়েছে। গতকাল বুধবার শেষ হয় এ উৎসব। এর আগে গত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মঙ্গলবার সকালে সদর উপজেলা আকচা ও চিলারং ইউনিয়নের মাঝামাঝি এলাকায় নির্মিত বাঁধের গেট খুলে দেওয়ার পর শুরু হয় এ উৎসব। উৎসবে অংশ নিতে জাল, পলো, মাছের খলই এবং ছোট ছোট ছিপ নিয়ে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার বিভিন্ন এলাকা থেকে জেলে ও শৌখিন মৎস্য শিকারিরা এসেছিল। তবে এ বছর আশানুরূপ দেশি ছোট মাছ না পাওয়ায় হতাশ মৎস্য শিকারিরা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম জাকারিয়া জানান, ১৯৭৮ সালে সেচ কার্যক্রম শুরু হয় এখানে। এর পর থেকেই শুষ্ক মৌসুমে এ অঞ্চলের কৃষিজমির সেচ সুবিধার জন্য সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়নের মাঝামাঝি সীমানায় শুক নদীতে বুড়ির বাঁধ নামের একটি জলকপাট নির্মাণ করা হয়। এই জলকপাটে আটকে থাকা পানিতে প্রতিবছর জেলা মৎস্য অধিদপ্তর বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে থাকে। আর এ পোনাগুলো যাতে কেউ শিকার করতে না পারে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তাই এর দেখাশোনার দায়িত্ব থাকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের। এভাবেই বছরের পর বছর ধরে বুড়ির বাঁধ এলাকায় মাছ ধরার উৎসব চলে আসছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>