<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যশোরের ঝিকরগাছা উপজেলার নারাঙ্গালী গ্রামের সালমান সর্দার (৩০) শখ পূরণে বাড়ির চৌবাচ্চায় এক হাজার ৫০০ টাকায় কেনা ৬০টি রঙিন মাছ ছেড়েছিলেন। এরপর শখকেই রূপ দেন বাণিজ্যে। সেখান থেকেই তুলে এনেছেন সফলতা। আবার সেই মাছ দিয়েই রাঙিয়েছেন দেশের বিভিন্ন এলাকার শতাধিক বেকারের জীবন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেল, ২০১৬ সালের শেষ দিকে তিনি শখের বশে বাড়িতে পোষার জন্য ৬০টি রঙিন মাছ কেনেন এক হাজার ৫০০ টাকা দিয়ে। এসব মাছের মধ্যে ছিল ১৫টি কই কার্প, ১৫টি বাটারফ্লাই, ১৫টি কমেট ও ১৫টি গোল্ড ফিশ। এগুলো তিনি বাড়ির ধান ভেজানোর একটি চৌবাচ্চায় রাখেন। প্রায় ছয় মাস পর পানি পরিবর্তন করতে গিয়ে দেখতে পান কিছু মাছের পেটে ডিম। কিছুদিন পর তিনি এসব রঙিন মাছের ভিডিও ফেসবুকে দেন। সেই ভিডিও দেখে কুমিল্লার এক ব্যক্তি তাঁর কাছ থেকে কই কার্প ও কমেট মিলিয়ে ১৮টি মাছ ১১ হাজার টাকায় কিনে নেন। এক হাজার ৫০০ টাকায় কেনা ৬০টি মাছের মধ্যে ১৮টি মাছ এত দামে বিক্রি হওয়ায় তিনি উৎসাহিত হন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাষ শুরুর ছয় মাস পর ২০১৮ সালের প্রথম দিকে রঙিন মাছের পোনা উৎপাদন ও সেগুলো টিকিয়ে রাখতে সক্ষম হন তিনি। সেসব পোনা ও মাছ বিক্রি করে ওই বছরই তিনি সব খরচ বাদ দিয়ে লাভ করেন প্রায় ১০ লাখ টাকা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সালমানকে। খামারের আয়ে তিনি দুই বিঘা জমি কিনেছেন, আটটি পুকুর নিয়েছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সালমানের কাছ থেকে রঙিন মাছ চাষ শিখেছেন পাবনা সদর উপজেলার মো. সবুজ।  তিনি নিজেই এখন পাবনায় বড় বড় দুটি চৌবাচ্চায় রঙিন মাছের পোনা উৎপাদন ও বিক্রি করছেন। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সালমান ভাই আমার মতো আরো অনেককেই বিনা খরচে রঙিন মাছ চাষ নিয়ে হাতে-কলমে শিখিয়েছেন। শেখার পর গত এক বছরে দশ হাজারের বেশি রঙিন মাছের পোনা উৎপাদন ও বিক্রি করেছি। এতে আমার ভালোই আয় হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রেতাদের কাছে রঙিন মাছ ও পোনা সরবরাহ করছেন সালমান। </span></span></span></span></p> <p> </p>