<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঠাকুরগাঁওয়ে আলাদা স্থানে বিষাক্ত সাপের কামড়ে আদিত্য (৭) ও জান্নাত (১২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামে ও সালান্দর ইউনিয়নের ইয়াকুবপুরে এই ঘটনা ঘটে। মৃত জান্নাত সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে ও আদিত্য ইয়াকুবপুর গ্রামের সনাতনের ছেলে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, জান্নাত প্রতিদিনের মতো বাড়িতে ঘুমিয়ে ছিল। হঠাৎ মধ্যরাতে তাকে সাপ কাপড় দেয়। এতে সে ব্যথা অনুভব করে। পরে ধীরে ধীরে সারা শরীরে বিষ উঠে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় জান্নাত। সে ওই এলাকার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। কামড় দেওয়ার পর বেশ কয়েকবার বমি করে সে। পরে ঘরের ভেতরে সাপটিকে দেখতে পেয়ে পরিবারের লোকজন, স্থানীয়রাসহ সাপটিকে ঘর থেকে বের করে পিটিয়ে মেরে ফেলে। তবে সাপটির নাম কেউ বলতে পারছে না। পরে আদিত্যকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার হয়। অবস্থার অবনতি হওয়ায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু দিনাজপুর যাওয়ার পথেই মারা যায় আদিত্য। আদিত্য ওই ইউনিয়নের কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।</span></span></span></span></p>