<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সুপারশপে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও সিম, মানি রিসিভসহ বেশি কিছু কাগজ জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার উত্তরা পূর্ব থানার ওসি মো. মুহিববুল্লাহ এ তথ্য দেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহীন রব্বানী, স্বপন দাস ও পারভেজ মোশারফ। গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ওসি মো. মুহিববুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি কৌশলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। অভিযোগ পেয়ে তাদের সম্পর্কে খোঁজ নেওয়া হয়। এরপর তাদের প্রতারণার বিষয়ে কিছুটা সত্যতা মিললে তাদের গ্রেপ্তার করা হয়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এর আগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার শাহীন রব্বানী ড্রাগন শিল্ড সিকিউরিটি সলিউশন কম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তার অধীনে অন্য আসামিরা বিভিন্ন পদে চাকরি করেন। সুপারশপ স্বপ্নতে প্রায় আট হাজারের বেশি কর্মী কাজ করেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় প্রায়ই নতুন কর্মীর নিয়োগ করতে হয়। কিন্তু স্বপ্ন সব সময় তাদের অফিশিয়াল ফেসবুক পেজ এবং লিংকডইনের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু বেশ কিছুদিন ধরে এই চক্র স্বপ্নর লোগো, আউটলেটের ছবি ফেসবুকে ব্যবহার করে কর্মী নিয়োগের প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। বিষয়টি বিভিন্ন মারফত স্বপ্ন কর্তৃপক্ষের নজরে আসে। এরপর ২৮ নভেম্বর উত্তরা পূর্ব থানার সহযোগিতায় আসামিদের অফিসে গিয়ে গ্রেপ্তার করা হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">স্বপ্নের ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের প্রধান মাসুম বিল্লাহ জানান, ২০১৯ সাল থেকে এই চক্রটি অনলাইনের মাধ্যমে উত্তরা হাউস বিল্ডিং, বাড্ডা নতুন বাজার, মোহাম্মদপুর ও সাভার এলাকায় স্বপ্নর লোগো ব্যবহার করে চাকরির ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল। স্বপ্নে যোগদান করতে কোনো অর্থ নয়, যোগ্যতা প্রয়োজন।</span></span></span></span></span></p>