<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি গতকাল শুক্রবার ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর নাম </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিনজাল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। এটি সৌদি আরবের দেওয়া নাম। ঘূর্ণিঝড়টির বাংলাদেশে আঘাতের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার দুপুরের দিকে এটি ভারতের উত্তর তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে আজ দেশের উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। কমতে পারে দিনের তাপমাত্রা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল শুক্রবার রাতে কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাতের আশঙ্কা নেই। এর প্রভাবে আগামীকাল (আজ) দেশের দক্ষিণাঞ্চলের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওমর ফারুক বলেন, সাগরে নিম্নচাপ থাকার কারণে গত দু-তিন দিন তাপমাত্রা কিছুটা বেশি ছিল। আঘাত হানার পর ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গিয়ে আবার তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। ৬ বা ৭ ডিসেম্বর থেকে অনেকটাই কমে যাবে তাপমাত্রা। ফলে তখন শীতের তীব্রতা অনেকটা বাড়তে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে আগামীকালও। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারা দেশে আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১১.৩ ডিগ্রি। চলতি মৌসুমে এখন পর্যন্ত এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ নিয়ে টানা চার দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো তেঁতুলিয়ায়।</span></span></p>