<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গতকাল শুক্রবার বিকেলে রাজু ভাস্কর্যের সামনে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগ্রাসনবিরোধী ছাত্র-জনতা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র ব্যানারে এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। বিক্ষোভ সমাবেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া, ইসকনকে নিষিদ্ধ করাসহ আট দাবি জানানো হয়। অন্যান্য দাবির মধ্যে আছে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতে আশ্রয় নেওয়া সব সন্ত্রাসীকে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ফিরিয়ে দেওয়া; ভারতের অভ্যন্তর থেকে বাংলাদেশ নিয়ে গুজব ও সাম্প্রদায়িক উসকানি বন্ধ করা; সীমান্তে হত্যা বন্ধ করা; গত ১৬ বছরে ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা সব চুক্তি পর্যালোচনা এবং দেশবিরোধী চুক্তি বাতিল করা; তিস্তাসহ সব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা; ভারতে সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উপাসনালয় ভাঙচুর বন্ধ করা। সমাবেশে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতি সপ্তাহে বাংলাদেশের সীমান্তে হত্যাকাণ্ড ঘটায় ভারত। তাদের নিজেদের দেশে প্রতিনিয়ত সংখ্যালঘু নির্যাতন হয়। সাম্প্রতিক সময়ে একটি মসজিদকে কেন্দ্র করে কয়েকজন মুসলমান নিহত হয়েছে। অথচ তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে আসে গুজবের ওপর ভিত্তি করে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>