<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রাজধানীর পল্লবীতে ছুরি দিয়ে দুই শিশু সন্তানের গলা কেটে হত্যার পর বাবা আবদুল আহাদ (৩৮) নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে বাইগারটেক এলাকার বেপারী মার্কেটের সামনে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত শিশু দুজন হলো বিজয় (৭) ও মুছা (৩)। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আহত আবদুল আহাদ পেশায় একজন কেয়ারটেকার (তত্ত্বাবধানকারী)। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে পল্লবীর ওই এলাকায় একটি তিনতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকছিলেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিবেশী হাসানের ভাষ্য, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে বাবা ও সন্তানদের রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশের সহযোগিতায় দুই শিশুকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে  কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অন্যদিক আহত আবদুল আহাদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, আহতের গলার শ্বাসনালি কেটে গেছে, তার অবস্থা আশঙ্কাজনক। পল্লবী</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> থানার সহকারী উপপরিদর্শক জি এম আব্দুল হাই কালের কণ্ঠকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আবদুল আহাদ ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে হতাশা থেকে ছেলেদের হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন। অন্য একটি সূত্র জানায়, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য থেকে তিনি এমন ঘটনা ঘটাতে পারেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশের এই কর্মকর্তা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে আমরা কাজ করছি। আহতের স্ত্রী ও বাড়ির মালিকসহ সংশ্লিষ্টদের থানায় নিয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বাড়ির মালিক নাসির কালের কণ্ঠকে জানান, দুই মাস আগে তিনি বাসাটি এই দম্পতির কাছে ভাড়া দেন। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঋণ থাকার বিষয়টি লোকমুখে শুনেছি। পারিবারিক কলহের বিষয়ে আমার জানা নেই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></p>