<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমান সরকার সব কিছুর পরিবর্তন করে দেবে, সেটা সম্ভব নয়। আমরা পরিবর্তনের ধারা শুরু করেছি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া। তখন নির্বাচিত সরকার সব কাজ এগিয়ে নিয়ে যাবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল শুক্রবার বিকেলে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ খবির উদ্দিন মোল্যা বলেন, চলতি মাড়াই মৌসুমে দুই লাখ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যেখান থেকে ১৫ হাজার মেট্রিক টন চিনি পাওয়া যাবে বলে আশা করি। গত বছর এক লাখ ৮৮ হাজার ৬৩৪ মেট্রিক টন আখ মাড়াই করে ১০ হাজার ৬৬৭ মেট্রিক টন চিনি পাওয়া গিয়েছিল। প্রতি কেজি চিনির মূল্য ১১৬ টাকা হওয়ায় আমাদের ২০ কোটি টাকা লাভ হয়েছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র।</span></span></span></span></p>