<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এক দিনে ঢাকা মহানগর পুলিশের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (ডিএমপি) ট্রাফিক বিভাগ দুই হাজার ১৮৩টি মামলা করেছে। এতে ৭৯ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার ডিএমপির উপকমিশনার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য দেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তালেবুর রহমান বলেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, গত সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করে। তিনি বলেন, অভিযানকালে ১৮৯টি গাড়ি ডাম্পিং ও ৬৯টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।</span></span></span></span></p> <p> </p>