<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাকরি নিয়মিতকরণ ও পদোন্নতি মিলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৪৯৭ চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীর। তাঁরা সবাই বিএনপি ও জামায়াত পন্থী স্বাস্থ্যকর্মী বলে জানা গেছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ৯৩তম সিন্ডিকেট সভায় এসব পদোন্নতি ও নিয়মিতকরণের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সিন্ডিকেট সভায় সদস্যদের প্রায় সবাই নতুন। সভায় ৩৮টি এজেন্ডা ওঠে। এর মধ্যে নিষ্পত্তি হয় ১৮টির। পরে সিন্ডিকেট সভায় বিশ্ববদ্যালয়ের বিগত সময়ের অনিয়ম-দুর্নীতির তদন্ত, বিশ্ববিদ্যালয় বাজেট ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>