<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর হাজারীবাগে ছিনতাই ও মারধরের মামলায় কিশোর গ্যাংয়ের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে গণকটুলির সিটি কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো সুমিত দাস (২২) ও তৈবুর রহমান রনিত (২২)।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত শুক্রবার মারধরের শিকার বিপ্লব ইসলাম প্রিন্সের মায়ের করা মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে বিপ্লব গণকটুলির সিটি কলোনি বৈলখানা গেটের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় ১০-১৫ জন তাঁর ওপর হামলা করে। তারা লাঠি ও দেশি অস্ত্র দিয়ে বিপ্লবকে মারধর করে এবং গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তাঁর চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে বিপ্লবের মা গিয়ে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।</span></span></span></span></p>