<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ দুই সহোদরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁদের চাচা মঙ্গল মিয়া। মৃত দুই সহোদর হলেন ইসমাইল ও সোহেল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মঙ্গল মিয়া বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২৫ অক্টোবর রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডরগাঁও এলাকায় ভাড়াটিয়া বাড়িতে কয়েলের আগুন থেকে গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ভাই মোহাম্মদ বাবুল, তাঁর স্ত্রী মোছাম্মৎ সেলি, ভাতিজা ইসমাইল ও সোহেল, ভাতিজি মোছাম্মৎ তাসলিমা ও মুন্নী দগ্ধ হন। গতকাল সকালে ভাতিজা ইসমাইল ও সোহেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অন্যদের অবস্থাও সংকটাপন্ন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান জানান, দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে রাজধানীর শ্যামপুরে একটি ভবনে গ্যাস লিকেজ থেকে ধরা আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। তাঁরা হলেন আব্দুর রহমান<br /> তুষার (৩৫), মো. জামাল (৫০) ও মো. জামিল খান রাশেদ (২৪)। তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দগ্ধ তুষারের ভাই দিপু জানান, তুষারের বাসায় গত সোমবার রাত ৩টার দিকে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ওই কক্ষে থাকা তিনজনই দগ্ধ হন। তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।</span></span></span></span></span></p>