<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, গণমাধ্যকে বলা হয় সমাজের আয়না। কিন্তু সেটি সমাজের আয়নার কাজ করেনি। শেখ হাসিনা সরকারের ভুল-ত্রুটি, দুর্নীতি, লুটপাট, লুণ্ঠন, খুন, গুমের চিত্র তুলে ধরলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতে পারতেন না। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার চেষ্টা চলছে মন্তব্য করে কাদের গনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাবধান থাকতে হবে। ফ্যাসিস্টরা যাতে সরকারকে কোনোভাবে ব্যর্থ করতে না পারে, সে ব্যাপারে আমাদেরও দায়িত্ব রয়েছে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল শনিবার বিকেলে সিলেট প্রেস ক্লাব মিলনায়তনে বিএফইউজের সভাপতি সদ্যঃপ্রয়াত রুহুল আমিন গাজী স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে কাদের গনি চৌধুরী এসব কথা বলেন। সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে) এই অনুষ্ঠানের আয়োজন করে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জ্যেষ্ঠ সাংবাদিক এনামুল হক জুবেরের সভাপতিত্বে এবং এসএমইউজের সাধারণ সম্পাদক খালেদ আহমদের সঞ্চালনায় শোকসভার আলোচনায় অংশ নেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলিমুল ইসলাম, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা জামায়াতের আমির ও ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান হাবিবুর রহমান, সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক শামীমুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসএমইউজের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাদের গনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাংবাদিকদের বলা হয় ওয়াচডগ, জাতির অতন্দ্র প্রহরী। কিন্তু আমরা কি ওয়াচডগের ভূমিকা পালন করেছি?</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যখন চুক্তি হয়েছে ভারতে, বাংলার মানুষ জানে না গোপন এই চুক্তির কথা। ভারত থেকে ফিরে এসে যখন প্রেস কনফারেন্স করলেন, আমাদের সাংবাদিকরা, সম্পাদকরা কি জিজ্ঞেস করেছেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কী চুক্তি হয়েছে? জনগণকে অন্ধকারে রেখে সংসদ পাশ কাটিয়ে এ রকম চুক্তি করা যায় কি?</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></p> <p style="text-align:left"> </p>