<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যানের পদ থেকে লিয়াকত আলী লাকীকে বহিষ্কার করা হয়েছে। ফেডারেশনের নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদ সভায় সর্বসম্মতিক্রমে গত শুক্রবার এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ফেডারেশনের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য লাকী ইনামকে দায়িত্ব দেওয়া হয়। একই সভায় ফেডারেশন পুনর্গঠন ও সংস্কারের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করে দেওয়া হয়েছে। অভিনেতা মামুনুর রশীদকে কমিটির প্রধান করা হয়েছে। মামুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চার সদস্য এরই মধ্যে মনোনীত করা হয়েছে। একজন নারী সদস্য যুক্ত হবেন। আমরা পাঁচ সদস্য ফেডারেশন পুনর্গঠনে কাজ করব।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> উল্লেখ্য, ২০১৮ সালের ২৩তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে সংগঠনের সভাপতি নির্বাচিত হন লিয়াকত আলী লাকী। নির্ধারিত তিন বছর দায়িত্ব পালনের স্থলে সাড়ে ছয় বছর তিনি এই পদে ছিলেন। এর মধ্যে তিনি কোনো নির্বাচন দেননি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>