<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলন এবং জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে এ দেশ নতুন স্বাধীনতা পেয়েছে। গতকাল শনিবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকার আইডিয়াল কলেজ আয়োজিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। উপাচার্য বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন স্তরে বৈষম্য ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এই বৈষম্যমূলক শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবাশ্বের হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি প্রফেসর এস এম মোস্তফা আল মামুন, কমিটির সদস্য সরদার তমিজউদ্দীন আহমেদ ও শিউলী আখতার।</span></span></span></span></span></p>