<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই বছর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের ছয় সদস্যের নামে রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) পূর্বাচল উপশহরে প্লট বরাদ্দে অনিয়ম হয়েছে কি না তা অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। ২০০৯ সাল থেকে চলতি বছর জুলাই পর্যন্ত প্লট বরাদ্দে রাজউকের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগও অনুসন্ধান করতে বলা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাইকোর্টের সাবেক বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরীকে প্রধান করে এই কমিটি করেছেন হাইকোর্ট। কমিটিতে সদস্য হিসেবে আছেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দীন সরকার ও প্রকৌশলী আলমগীর হাসিন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবকে চার মাসের মধ্যে হাইকোর্টে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসংক্রান্ত এক রিটে প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর দ্বৈত বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (ভূমি, প্লট, স্পেস ও ফ্ল্যাট বরাদ্দ) বিধিমালা, ২০২৪-এর ৭(৩) বিধি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং ১৯৫৩ সালের নগর উন্নয়ন আইনের ১০২ ধারার লঙ্ঘন ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। সেই সঙ্গে প্লট বরাদ্দের সঙ্গে জড়িত ও সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজউকের চেয়ারম্যান, পূর্বাচল প্রকল্প পরিচালক, শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুলসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।</span></span></span></span></span></p>