<p>নওগাঁর মান্দায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১২টার দিকে লক্ষ্মীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল সাড়ে ৪ ঘণ্টা পর আত্রাই নদী থেকে মরদেহ উদ্ধার করে। </p> <p>নিহত আবদুর রকিব (১০) নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের চকরাজা গ্রামের আবু বাক্কার সিদ্দিকের ছেলে ও চকরাজা দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। </p> <p>স্থানীয় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, লক্ষ্মীরামপুর গ্রামের বাসিন্দা মুকুল হোসেনের ছেলে মিশকাত হোসেন চকরাজা দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে। বৃহস্পতিবার মিশকাত তার বন্ধু আবদুর রকিব ও রবিউল ইসলামকে নিয়ে তার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার বেলা ১২টার দিকে তিন বন্ধু বাড়ির পাশে আত্রাই নদীতে গোসল করতে যায়। কিন্তু সাঁতার না জানায় আবদুর রকিব নদীর পানিতে ডুবে যায়। </p> <p>স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল সাড়ে ৪ ঘণ্টা পর আবদুর রকিবের মরদেহ উদ্ধার করে। </p> <p>বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত আবদুর রকিবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।</p>