<p>আশুলিয়ার বাড়ইপাড়ার বিনোদন কেন্দ্র নন্দন পার্কের পরিচালক বেলাল হককে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিভিন্ন অভিযোগে অন্যদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে আশুলিয়া থানা থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।</p> <p>থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে জমিসংক্রান্ত মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় নন্দন পার্কের পরিচালক বেলাল হকের বিরুদ্ধে। ওই মামলায় বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একটি হত্যা মামলার আসামি দুই সহোদর সোহেল মীর ও সাঈদ মীরকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রাজনৈতিক মামলা, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত বিভিন্ন মামলায় রিমান্ড শেষে আরো ৯ আসামিকে আদালতে পাঠানো হয়।</p> <p>আশুলিয়া থানার ওসি আবু বকর বলেন, শিল্পাঞ্চলে সৃষ্ট অসন্তোষ নিরসনের লক্ষ্যে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে সংশ্লিষ্ট মামলার গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।</p> <p> </p> <p> </p>