<p style="text-align:justify">অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবে যারা আমাদের ভাইদের খুন ও আহত করেছে, তাদের বিচার করবে বর্তমান (অন্তর্বর্তী) সরকার।’ </p> <p style="text-align:justify">শনিবার (১৯ অক্টোবর) দুপুরে কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের আহসান হাবিবের পরিবারের সদস্য এবং জুলাই-আগস্ট বিপ্লবে চট্টগ্রামে দ্বিতীয় শহীদ কক্সবাজারের পেকুয়ার ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান শেষে গণমাধ্যমে দেওয়া সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। </p> <p style="text-align:justify">ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ ওয়াসিমদের জাতি চিরদিন স্মরণ করবে। বর্তমান সরকার একটি জুলাই বিপ্লব ফাউন্ডেশন গঠন করবে। এই ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ এবং আহত পরিবার আজীবন সহায়তা পাবে।’ </p> <p style="text-align:justify">জুলাই-আগস্ট বিপ্লবে সারা দেশে যারা শহীদ হয়েছে, তাদের প্রত্যেক পরিবারকে বর্তমান সরকার ৩০ লাখ টাকা করে সহায়তা দেবে বলে নিশ্চিত করেন তিনি। </p> <p style="text-align:justify">ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সরকার কারো প্রতি কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসা পোষণ করে না। তবে যারা দেশ পরিচালনার নামে ফ্যাসিবাদ সৃষ্টি করেছে, সত্যিকারের অপরাধী, যারা মানুষ খুন ও দেশের টাকা লুট করে নিয়ে গেছে, তাদের প্রত্যেকের বিচার করা হবে। জাতি এই সরকারের কাছে তাই প্রত্যাশা করে। </p> <p style="text-align:justify">ধর্ম উপদেষ্টা শনিবার সকালে চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল গ্রামে শহীদ আহসান হাবিবের পরিবারের সদস্যদের হাতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের দেওয়া দুই লাখ টাকার অর্থ সহায়তার চেক তুলে দেন। </p> <p style="text-align:justify">একই দিন দুপুরে পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে দুই লাখ টাকার চেক তুলে দেন শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলমের হাতে। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি শহীদ আহসান হাবিব এবং ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন।</p> <p style="text-align:justify">এদিকে চকরিয়া থেকে পেকুয়া যাওয়ার আগে দুপুরে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজ ও চকরিয়া গ্রামার স্কুল পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে পৃথকভাবে দুটি মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।</p>