<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার ২৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নালিতাবাড়ীতে বন্যার্ত ও বগুড়ায় ভাসমান মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেছেন সংগঠনটির সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো খবর :</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="বসুন্ধরা " height="41" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/10.October/17-10-2024/mk/kk-NEW-2-2024-10-18-16a.jpg" style="float:left" width="300" />হিলি (দিনাজপুর) : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার ২৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার এক আলোচনাসভায় এই কমিটি গঠন করা হয়। সভায় বসুন্ধরা শুভসংঘের হাকিমপুর উপজেলা শাখার উপদেষ্টা গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে বক্তব্য দেন হাকিমপুর উপজেলা শাখার সভাপতি তুহিন বাবু, সিনিয়র সহসভাপতি মোস্তাকিন হোসেন, সাধারণ সম্পাদক খাদিজা আক্তার জুঁই, সহসংগঠনিক সম্পাদক আফরিন সুলতানা চৈতি, সমাজকল্যাণ সম্পাদক রীতি রানী সূত্রধর, নারীবিষয়ক সম্পাদক উম্মে হাবিবা আঞ্জু পরশমণি প্রিয়া। পরে মো. তুরাগ খানকে সভাপতি ও  কাওছার হাবীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি আফ্রিদি কবির রাকা, সহসভাপতি সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম, মো. মীম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক সোহাগ মনির, সহসাংগঠনিক সম্পাদক রিপন সরেন, দপ্তর সম্পাদক আল আমিন হোসেন সাজু, সহদপ্তর সম্পাদক আহসান হাবীব, কোষাধ্যক্ষ মেহেদি হাসান, প্রচার সম্পাদক আল ইমরান, সমাজকল্যাণ সম্পাদক মুহিন রহমান শুভ, সাহিত্য সম্পাদক ফরিদ হাসান ফুয়াদ, প্রকাশনা সম্পাদক শোয়াইব হোসেন সাজু, সাংস্কৃতিক সম্পাদক হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, কর্ম ও পরিকল্পনা সম্পাদক সোয়াঈদ, বন ও পরিবেশ সম্পাদক বিপ্লব মার্ডি, বিতর্কবিষয়ক সম্পাদক আসিফুজ্জামান সাকিব, ক্রীড়া সম্পাদক রিদয় বাস্কে, নারীবিষয়ক সম্পাদক এস্ট্রেলা হাঁসদা, শিক্ষা সম্পাদক নাহিদা আক্তার এবং সদস্য অনন্ত হেব্রম, মিল্টন মুমু, আলবেনুস সরেন, ইজাজ ও জুলিয়া জুলি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নালিতাবাড়ী (শেরপুর) : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নালিতাবাড়ীতে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির উদ্যোগে গত বুধবার উপজেলার বাঘবেড় ও বালুরচর গ্রামের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কার্যক্রম পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ ঝিনাইগাতী উপজেলা শাখার উপদেষ্টা সাজ্জাদ হোসাইন, সহসভাপতি মো. ইবাদ মোল্লা, কার্যকরী সদস্য মোশারফ হোসেন, শোয়াইব ও অনিক।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়া : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শুভসংঘ বগুড়া জেলা শাখার সদস্যরা বগুড়া রেলস্টেশনে ভাসমান মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেছেন। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে গত মঙ্গলবার রাতে ছিন্নমূল মানুষের হাতে খাদ্য তুলে দেওয়া হয়। এ রাতে ৮০ জন অসহায় মানুষের হাতে খাদ্য তুলে দেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আশফাক উর রহমান চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান সিদ্দিকী সজল, প্রচার সম্পাদক সরিফুর রশিদ রুমেল, সিয়াম, সৈকত, নাফিজ, আকিব, নাহিদ প্রমুখ।</span></span></span></span></span></p>