<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/10.October/05-10-2024/2/kalerkantho-kb-9a.jpg" height="49" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/10.October/05-10-2024/2/kalerkantho-kb-9a.jpg" style="float:left" width="250" />বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে রাজধানীর আজিমপুরে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে সাহিত্য আড্ডা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখা এই আয়োজন করে। এ ছাড়া বিশ্ব প্রাণী দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে  কুকুর, বিড়ালসহ পশুপাখির মধ্যে খাদ্য বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পালন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে :</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানী : সাহিত্য আড্ডায় বসুন্ধরা শুভসংঘের সদস্যরা কয়েকটি কালজয়ী উপন্যাসের বই নিয়ে আলোচনা করেন। সংগঠনটির সদস্য আঁখি মনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হীরে মানিক জ্বলে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ও তাসনোভা তুষির </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আরণ্যক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বইটি নিয়ে এবং ইফফাত সুলতানা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একটি কালো মেয়ের কথা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বইটি নিয়ে আলোচনা করেন। এ ছাড়া আড্ডায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য জীবনী নিয়ে আলোচনা করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম, তাসনোভা তুষি, আঁখি মনি, ইফফাত সুলতানা, সানজিদা নীলা, তাসলিমা, জ্যোতি, রোমানা, জিনিয়া, বীথি ও সাহিদা সুলতানা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বীরগঞ্জ (দিনাজপুর) : বিশ্ব প্রাণী দিবস উপলক্ষে গতকাল বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার বন্ধুরা দিনব্যাপী পথের প্রাণী যেমন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুকুর, বিড়াল প্রভৃতি পশুপাখির মধ্যে খাদ্য বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পালন করেছেন। সেই সঙ্গে পৌর শহরের বিভিন্ন স্থান ঘুরে আহত প্রাণীদের চিকিৎসাসেবা ও খাদ্য বিতরণ করা হয়। এ ছাড়া প্রাণীদের প্রতি যেন অমানবিক আচরণ করা না হয় সে জন্য রাস্তার মোড়ে মোড়ে জনসচেতনতামূলক প্রচার চালিয়েছেন শুভসংঘের বন্ধুরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিবেশ ও প্রাণী নিয়ে কাজ করা যুবক তামিম আহমেদ বলেন, মানুষ নিষ্ঠুরভাবে বন উজাড় করছে। সেই সঙ্গে অপরিকল্পিত নগরায়ণ এবং পাখি শিকারিদের ফাঁদে আটকের কারণে বন্য প্রাণী আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। জনবসতি ব্যাপক হারে বেড়ে যাওয়ায় পশুপাখির খাদ্য আর বাসস্থানের সংকট হওয়ার কারণে জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। তাই এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ফরহাদ হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের পশুপাখি ও প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় অনেক উপকারে আসে। কিন্তু আমরা সেটা বুঝতে চাই না। আমরা যদি একটু সচেতন হই তাহলে সব প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব। কিন্তু বিভিন্ন সময় আমরা পশুপাখির প্রতি অমানবিক আচরণ করি। আমাদের সচেতনতার অভাবে বন উজাড় করে ঘরবাড়ি তৈরি করছি। ফলে বনে ও গ্রামের বড় বড় গাছে আশ্রয় নেওয়া পশুপাখি বিলুপ্তি হয়ে যাচ্ছে। কাজেই এই বিষয়গুলোর প্রতি আমাদের সচেতনতা বাড়াতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র বীরগঞ্জ প্রতিনিধি সোহেল আহমেদ, সভাপতি ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কার্যকরী সদস্য হাবিবুর রহমান প্রমুখ।</span></span></span></span></p>