<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে গত সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে ৩৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। চলতি (অক্টোবর) মাসেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারি বৃষ্টির কারণে দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কাও রয়েছে। একই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ]আবহাওয়া অধিদপ্তর গতকাল মঙ্গলবার অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রকাশ করেছে। সেখানে চলতি মাসের আবহাওয়ার সম্ভাব্য এই চিত্র তুলে ধরা হয়। এদিকে কিছুদিন কম থাকার পর গতকাল অক্টোবরের প্রথম দিনেই (মঙ্গলবার) দেশে বৃষ্টিপাতের বিস্তৃতি কিছুটা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে। শুক্রবার থেকে আবার বৃষ্টি কমতে পারে।  সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আগামী শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৯ মিলিমিটার বা বেশি) বর্ষণও হতে পারে। ভারি বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি মাসে বন্যা ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়া</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কাও রয়েছে।   </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেপ্টেম্বরে বৃষ্টি ও তাপমাত্রা বেশি : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (সেপ্টেম্বর) মাসের আবহাওয়ার বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৩২৪ মিলিমিটার হলেও এবার এ মাসে ৪৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ৩৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। তবে বেশির ভাগ অঞ্চলে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি হলেও সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম ছিল।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি।</span></span></span></span></span></p>