<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেট্রো রেলে গত ১ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৪৯ লাখ ৯ হাজার ৪৯ জন যাত্রী ভ্রমণ করেছে। এতে মেট্রো পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ তিন হাজার ৫৯১ টাকা। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এই তথ্য জানিয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মোহাম্মদ আবদুর রউফ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ১৮ সেপ্টেম্বর আমাদের আয় হয়েছে মাত্র ৫৪ লাখ ৯১ হাজার ১৪০ টাকা। ওই দিন ভায়াডাক্ট (উড়াল রেলপথ) দেবে যাওয়ায় সকাল সাড়ে ৯টার পর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল বন্ধ ছিল।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত ১২ সেপ্টেম্বর সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছে মেট্রো রেলে। এই বিষয়ে তিনি বলেন, ওই দিন তিন লাখ ৪৩ হাজার ৮৯২ জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে। এতে সেদিন মেট্রো রেলের আয় হয়েছে সর্বোচ্চ এক কোটি ৪৬ লাখ ৫৭ হাজার ৫৬৬ টাকা। এ ছাড়া গড়ে প্রতিদিন তিন লাখ মানুষ মেট্রো রেলে ভ্রমণ করে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গতকাল রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মেট্রো রেলের চলতি মাসের প্রথম ১৮ দিনের আয়ের সঙ্গে আগের ছয় মাসের আয়ের তুলনামূলক একটি পোস্ট ছড়িয়ে পড়ে। পোস্টগুলোতে দাবি করা হয়, চলতি সেপ্টেম্বরের প্রথম ১৮ দিনে মেট্রো রেল আয় করেছে ২০ কোটি টাকা। যেখানে আগের ছয় মাসে আয় ছিল ১৮ কোটি টাকা। যদিও আগের ছয় মাস কোন বছরের, সে বিষয়টি স্পষ্ট নয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টের বিষয়ে এমআরটি লাইন-৬-এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাকারিয়া জানান, মেট্রো রেল মতিঝিল পর্যন্ত চালু হওয়ার পর প্রতিদিন গড় আয় এক কোটি টাকা এবং গড় যাত্রী তিন লাখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছয় মাসের আয় নিয়ে যে তথ্য ছড়িয়েছে, তা সঠিক নয়।</span></span></span></span></p> <p> </p>