<p>চট্টগ্রাম মহানগরীতে গ্রাম সিএনজি, রুট পারমিটবিহীন সিএনজি ও অবৈধভাবে ভাড়ায়চালিত প্রাইভেট সিএনজির বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। গতকাল থেকে এই অভিযান শুরু হয়েছে বলে কালের কণ্ঠকে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন, মহানগর এলাকায় গ্রাম সিএনজি, রুট পারমিটবিহীন সিএনজি, প্রাইভেট সিএনজিসহ (যেগুলো অবৈধভাবে ভাড়ায় চলছে) সব অবৈধ যানবাহনের বিরুদ্ধে রবিবার থেকে অভিযান শুরু হয়েছে। এই ধরনের যানবাহন সড়কে চালানো হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।</p> <p> </p> <p> </p>