<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর এ মিশুকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হুমকি দেওয়ার অভিযোগে কম্পানিটির প্রশাসক বদিউজ্জামান দিদার ৫ সেপ্টেম্বর রাজধানীর বনানী থানায় এই জিডি করেন। জিডির তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ আলী সৈকত জানিয়েছেন, জিডিতে বদিউজ্জামান দিদার অভিযোগ করেছেন, ৪ সেপ্টেম্বর নগদের সাবেক সিইও তানভীর মিশুক হোয়াসটঅ্যাপের মাধ্যমে খুদে বার্তা পাঠিয়েছেন। ওই খুদে বার্তার বক্তব্যে হুমকিবোধ করছেন দিদার। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২১ আগস্ট নগদের আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় কেন্দ্রীয় ব্যাংক। পরে ওই দিনই বাংলাদেশ ব্যাংকের পরিচালক বদিউজ্জামান দিদারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে ডিজিটাল ফিন্যানশিয়াল সার্ভিসে আরো ছয় কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ২২ আগস্ট তানভীর এ মিশুক এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংকের ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন।</span></span></span></span></p> <p> </p>