<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ, বিনা বেতনে ছুটি না দেওয়াসহ ১৬ দফা দাবি বাস্তবায়নে ফের গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ করেছেন ওষুধ কারখানার শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার উপজেলার কারল সুরিচালা এলাকায় জেনারেল ফার্মাসিউটিক্যাল নামক ওষুধ কারখানায় কর্মবিরতি রেখে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় শ্রমিকরা কারখানার পাশে সফিপুর- বড়ইবাড়ী আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে ওই সময় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ প্রতি মাসেই দেরিতে বেতন পরিশোধ করে। এ ছাড়া পাঁচ মাস ধরে কোনো ওভারটাইম দেয় না। এদিকে চাকরিতে যোগদানের তিন মাস ১৩ দিনের মধ্যে চাকরি স্থায়ী করার কথা থাকলেও চার থেকে পাঁচ বছর হয়ে গেলেও চাকরি স্থায়ীকরণের উদ্যোগ নেয় না। শ্রমিকদের বেতন কম হারে হলেও বৃদ্ধির কথা থাকলেও তা না বাড়িয়ে বিনা বেতনে ১৫ দিন করে ছুটি নিতে বাধ্য করা হয়। এ সময় শ্রমিকরা বিনা বেতনে ছুটি না নিতে অস্বীকার করেছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কারখানার সহকারী ব্যবস্থাপক আবদুল্লাহ আল ফারুক মোবাইলে বলেন, শ্রমিকদের দাবি পর্যায়ক্রমে মেনে নেওয়ার ঘোষণা দিলে শ্রমিকরা শান্ত হন।</span></span></span></span></p>