<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. সায়েদুর রহমান। তিনি বিএসএমএমইউয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান। তাঁকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ১৮ আগস্ট বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক দীন মো. নূরুল হকসহ শীর্ষ ছয় কর্মকর্তা পদত্যাগ করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডা. সায়েদুর রহমান এর আগে বিএসএমএমইউয়ের ইনফরমেশন টেকনোলজি বিভাগের পরিচালক এবং রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিএসএমএমইউতে যোগ দেওয়ার আগে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে শিক্ষকতা করেছেন তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৯৭৮ সালে ঢাকার নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করা সায়েদুর রহমান এমবিবিএস করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ থেকে উচ্চতর ডিগ্রি নেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএসএমএমইউ আইন, ১৯৯৮</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এর ১২ ধারা অনুযায়ী সায়েদুর রহমানকে বিএসএমএমইউয়ের উপাচার্যের শূন্য পদে নিয়োগ দেওয়া হলো। কয়েকটি শর্তে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।</span></span></span></span></p>