<p>নারায়ণগঞ্জ  শহরের  যানজট ও হকার সমস্যা নিরসনে গোলটেবিল বৈঠক করা হয়েছে। এতে নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও এ কে এম সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে এই বৈঠকের আয়োজন করা হয়। আজ রবিবার থেকেই নারায়ণগঞ্জে হকার, যানজট সমস্যা সমাধানে সব ব্যবস্থা নেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।</p> <p>এদিকে নারায়ণগঞ্জের এই সমস্যা সমাধানে এই প্রথমবার শামীম ওসমান ও আইভী এক টেবিলে বসা নিয়ে চলছে আলোচনা। বৈঠকে সিটি মেয়র আইভীকে মধ্যে বসতে দিয়ে দুই পাশে বসেছিলেন শামীম ওসমান ও তাঁর বড় ভাই ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান।  এ সময় শামীম ওসমান বলেন, ‘ভালো কাজ আমরা সবাই মিলে করব। হকার উঠালে পুরো শহর হকারমুক্ত করুন। কবে করবেন জানান। মেয়র আবেদন করলে পুলিশ ও ম্যাজিস্ট্রেট দেব। বিআরটিএর অনুমতি ছাড়া কোনো গাড়ি চলতে দেওয়া উচিত নয়।’</p> <p>সেলিনা হায়াত আইভি বলেন, ‘বঙ্গবন্ধু সড়কে হকার সরানোর জন্য ২০০৩ সাল থেকে বলছি। আমরা ৬০০ হকারকে পুনর্বাসন করেছি। এসপির আরো দায়িত্ব নিয়ে কথা বলা উচিত। প্রশাসনের এত বড় কর্মকর্তা হয়ে তিনি কিভাবে বলেন হকার উচ্ছেদ করা যাবে না। এসপি এ কথা বললে হকার কিভাবে উঠবে বলেন।’</p> <p>এ কে এম সেলিম ওসমান বলেছেন, ‘নারায়ণগঞ্জ শহরের হাই স্কুল ও নারায়ণগঞ্জ কলেজে ১৫ হাজার শিক্ষার্থী। তাদের জান বের হয়ে যায় পরীক্ষা থাকলে। আমরা বাস কিনে দিয়েছি। কিন্তু কলেজ গেটে বাস কোথায় দিয়ে যাবে?’</p> <p>বৈঠকে অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) আমির খসরু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন প্রমুখ। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু।</p>