<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো পত্রিকার কার্যালয়ের সামনে গতকাল রবিবার যৌথ বাহিনীর সঙ্গে একদল বিক্ষোভকারীর ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় দুই বিক্ষোভকারীকে আটক করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল দিনভর প্রথম আলো কার্যালয়ের সামানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে বিক্ষোভকারীরা। তারা প্রথম আলোর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। আশপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কয়েক দিন ধরে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরোধিতা করে কর্মসূচি দিয়ে যাচ্ছে একদল ব্যক্তি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। গত শুক্রবার ডেইলি স্টার কার্যালয়ের সামনে জুমার নামাজ আদায় করতে দেখা যায় বেশ কিছু মানুষকে। এরই ধারাবাহিকতায় গতকাল প্রথম আলোর অফিসের সামনে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জিয়াফত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল দুপুরের দিকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জিয়াফত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কর্মসূচি পালন করতে একটি গরু নিয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে আসে ১৫ থেকে ২০ জনের একটি দল। তবে পুলিশ তাদের সরিয়ে দেয়। দুপুর আড়াইটার দিকে আবারও প্রথম আলো কার্যালয়ের সামনে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তারা। এরপর কারওয়ান বাজারের ভেতরের প্রধান সড়কে অবস্থান নিয়ে একটি গরু জবাই করে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সন্ধ্যায় সারা দেশ থেকে কারওয়ান বাজারে সবজি ও নিত্যপণ্যবাহী গাড়ি আসতে শুরু করলে পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে বলে। তাতে সম্মত হয়নি বিক্ষোভকারীরা। উত্তেজনা ছড়িয়ে পড়লে আতঙ্কিত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। মেট্রো রেলের কারওয়ান বাজার স্টেশনে প্রবেশের ফটকও বন্ধ করে দেওয়া হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিক্ষুব্ধ লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। পুলিশকে লক্ষ্য করে কয়েকজন ইটপাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে কয়েকজনকে লাঠিপেটা করে পুলিশ। কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। এ সময় দুজনকে আটক করে পুলিশ। পরিস্থিতি শান্ত হওয়ার কিছুক্ষণ পর রাত সাড়ে ৮টার দিকে আবারও সেখানে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। আটক দুজনকে ছেড়ে দেওয়ার দাবি জানায় তারা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জানায়, দিনভর অত্যন্ত ধৈর্যের সঙ্গে বিশৃঙ্খলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করা হয়। পরে বাধ্য হয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। রাত ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত বৃহস্পতিবার কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ের সামনে একই রকম পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল একদল লোক।</span></span></span></span></p>