<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নরসিংদীর শিবপুর উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরো তিনজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর :</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নরসিংদী : নরসিংদীর শিবপুর উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে ইটাখোলা-মনোহরদী-মঠখোলা আঞ্চলিক সড়কে শিবপুর উপজেলার চান্দারটেক পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবপুর উপজেলার বৈলাব গ্রামের মৃত আব্দুর রশিদ ফকিরের ছেলে ও নরসিংদী সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আবু বক্কর সিদ্দিক (৪০), সাতপাড়া গ্রামের রহির ছেলে সিএনজি অটোরিকশাচালক শাহিন মিয়া (৩৫), মনোহরদী উপজেলার বকচর গ্রামের সমির উদ্দিনের মেয়ে মারুফা (২৩), রায়পুরা উপজেলার মির্জারচর গ্রামের মোস্তফা মিয়া (৪৮), ফারুক মিয়া (৫৫) ও তাঁর স্ত্রী নয়নতারা (৫০)।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মারুফা শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, শিবপুর উপজেলার ইটাখোলা থেকে মালবাহী ট্রাক দ্রুতগতিতে মনোহরদীর দিকে যাচ্ছিল। অন্যদিকে উপজেলার সিঅ্যান্ডবি এলাকা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি ইটাখোলার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি সড়কের পঁচারবাড়ি এলাকা অতিক্রম করার সময় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয়জন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রভাষক আবু বক্কর ছিদ্দিকের সহকর্মী নরসিংদী সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. সোহরাওয়ার্দী জানান, কলেজে ডিগ্রি পরীক্ষা চলছে। ছিদ্দিক স্যার পরীক্ষার দায়িত্ব পালন করতেই কলেজে আসছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নীলফামারী : নীলফামারীর জলঢাকা উপজেলায় মোটরসাইকেলে স্ত্রীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না তানজির মেহেদী হাসান তুহিনের (২৮)। পথে পাথরবোঝাই ট্রাক কেড়ে নেয় তাঁর প্রাণ। ঘটনাটি গতকাল শনিবার দুপুরে উপজেলার পেট্রল পাম্প মোড়ে ঘটে। তানজির উপজেলার পশ্চিম শিমুলবাড়ি চেয়ারম্যানপাড়া গ্রামের মো. গোলাম আযমের ছেলে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নেত্রকোনা : নেত্রকোনার মদন উপজেলায় সড়ক দুর্ঘটনায় হাফিজুর রহমান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন। গতকাল শনিবার দুপুরে মদন-কেন্দুয়া সড়কের বৈশ্যবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাফিজুর রহমান কেন্দুয়া উপজেলার চিতুলিয়া গ্রামের মৃত খোদে নেওয়াজের ছেলে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গতকাল শনিবার সকালে ট্রাকচাপায় আরব আলী (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার বীরপাশা গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।</span></span></span></span></p>